প্রাথমিক বিজ্ঞান
মডেল টেষ্ট
সময়-২ ঘন্টা ৩০মিনিট
পূর্ণমান-১০০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখঃ
১x50=50
(১)নিচের কোনটির
জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল?
ক)আলো
খ)পানি গ)বীজ ঘ)খাদ্য
(২)উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরী করতে পারে।কোন
প্রক্রিয়ায় উদ্ভিদ এটি সম্পূর্ণ করে?
ক)শ্বসন
খ)সালোকসংশ্লেষণ গ)প্রস্বেদন ঘ)অভিস্রবণ
(৩)আমাদের বেঁচে থাকার খাদ্যের জন্য আমরা কার উপর
নির্ভরশীল?
ক)প্রাণী খ)
উদ্ভিদ গ)উদ্ভিদ ও প্রাণী ঘ)পরিবেশ
(৪)খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সথিক?
(৫) সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে ?
ক) খাদ্য
তৈরিতে খ) বংশ বৃদ্বিতে গ) শ্বাসকার্যে ঘ) পরাগায়নে
(৬)নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক)কীটনাশকের ব্যবহার খ) ইটের ভাটায় ইট
পোড়ানো গ)বৃষ্টির পানি জমে থাকা ঘ)রাসায়নিক সার ব্যবহার
(৭)জলজপ্রানী ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন দূষণের প্রভাবে?
ক)মাটি
দূষণ খ)বায়ু দূষণ গ)পানি দূষণ ঘ) শব্দ
দূষণ
(৮)পরিবেশ সংরক্ষণে তুমি কি করবে?
ক)গাছপালা
কেটে ফেলব খ) নদীনালা ভরাট করব গ)বেশী বেশি গাছ লাগাবো ঘ)কীটনাশকের ব্যবহার বাড়াবো
(৯)উচুঁ পর্বতের চূড়ায় পানি কী রুপে থাকে?
ক)
পানি খ)জলীয় বাস্প গ)শিশির ঘ)বরফ
(১০)আর্সেনিক দূষণের কারণ?
ক)
মানুষ সৃষ্ট খ) বৈজ্ঞানিক গ) প্রাকৃতিক ঘ) রাসায়নিক
(১১) নিচের কোন কারণে বায়ু দূষিত হয়?
ক) কীট
নাশকের ব্যবহার খ) ইটের ভাটায় ইট পোড়ানো
গ) বৃষ্টির
পানি জমে যাওয়া ঘ) রাসায়নিক সার ব্যবহার
(১২) বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কোনটি ?
ক) জলাশয়ের
উপর কাঁচা পায়খানা তৈরি খ) কলকারখানার
বর্জ্য
গ)যানবাহনের
ব্যবহার ঘ) জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো
(১৩)কোন পানি পান করতে হবে?
ক)
পুকুরের পানি খ) নদীর পানি গ) সমুদ্রের পানি ঘ) টিউবওয়েল পানি
(১৪)তোমাদের বাড়ির আম গাছটি মাটি থেকে কিসের সাহায্যে
পুষ্টি উপাদান শোষণ করে ?
ক)মাটি খ)
পানি গ) বায়ু ঘ) আলো
(১৫)খালার বাড়িতে বেড়াতে গেলে একটি টিউবওয়েলের
মুখে লাল রঙ দেখতে পেলে, এর কারণ কী হতে পারে ?
ক) পানি নিরাপদ খ) পানি নিরাপদ নয় গ)পানি বিশুদ্ব ঘ)পানি আর্সেনিক যুক্ত
(১৬) কোন গ্যাসটি বিষাক্ত?
ক)অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড গ) নাইট্রজেন ঘ) কার্বন মনোক্সাইড
(১৭)পানি থেকে মাছ কোন গ্যাস গ্রহন করে?
ক)অক্সিজেন খ) কার্বন
ডাই-অক্সাইড গ) নাইট্রজেন ঘ) কার্বন মনোক্সাইড
(১৮)তোমার স্কুলের মাঠের ঝরা পাতা পোড়ালে কি হবে?
ক) মাটি দূষণ
খ) পানি দূষণ গ) বায়ু দূষণ ঘ) শব্দ দূষণ
(১৯) সাইকেল চালালে কোন শক্তির প্রয়োগ ঘটে?
ক) শব্দ শক্তি
খ) পেশী শক্তি গ) তড়িৎ শক্তি ঘ) বিদ্যুৎ শক্তি
(২০) তুমি মোবাইল ফোনে তোমার বাবার সাথে কথা বলছ। এখানে
কোন শক্তির প্রয়োগ করা হয়েছে?
ক) শব্দ শক্তি খ) পেশী শক্তি গ) তড়িৎ শক্তি ঘ) বিদ্যুৎ
শক্তি
(২১)বাড়ীতে কাপড় ইস্ত্রি করতে কোন শক্তির প্রয়োগ করতে
হবে?
ক) শব্দ শক্তি খ) পেশী শক্তি গ) তাপ শক্তি ঘ) বিদ্যুৎ
শক্তি
(২২)নিচের কোনটি জাঙ্ক ফুড?
ক) আলুর ভর্তা খ) রুটি গ) পটেটো চিপস ঘ) পরটা
(২৩)স্বাস্থ্বের জন্য ক্ষতিকর কোন খাদ্য?
ক)দুধ খ) ডিম গ) চানাচুর ঘ) ভাত
(২৪) মাছ, তরকারি, ফল এই সব খাদ্যদ্রব্য তোমার বাড়ীতে
তুমি কিভাবে সংরক্ষণ করবে ?
ক) রোদে শুকিয়ে খ) লবন দিয়ে গ) ফ্রিজে রেখে ঘ) পানি দিয়ে
(২৫)খাদ্য কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে
ক) দাঁত
অকার্যকর হয় খ) বাচ্চারা ভারো দেহ ধারী হয়
গ) লিভার ও
কিডনী অকার্যকর হয় ঘ) শিশুরা শুকিয়ে যায়
(২৬)হাম, বসন্ত ইত্যাদি রোগ কিসের মাধ্যমে ছড়ায়?
ক)পানি খ) বায়ু গ) মশা ঘ) খাদ্য
(২৭) নিচের কোনটি সোয়াইন ফ্লুর সংকেত ?
ক) NIMI খ) M1H1 গ) H1N1 ঘ) N1HI
(২৮)সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে তুমি কি করবে?
ক) পরিষ্কার পরিচ্ছন্ন থাকব খ) গোসল করব না গ) নখ কাটব
না ঘ) সাবান দিয়ে হাত ধুব না
(২৯)তোমার বাড়ীতে ফুলের টবে পানি জমে আছে, এখানে কোন মশা
বংশবিস্তার করতে পারে?
ক) কিউলেক্স
খ) এডিস গ) এনোফিলিস ঘ) স্ত্রী মশা
(৩০)কোনটি সৌরজগতের বস্তু নয়?
ক)পৃথীবি খ) ধুমকেতু গ) গ্যালাক্সি ঘ) চাঁদ
(৩১)দিন রাত কেন হয়?
ক) বার্ষিক গতির ফলে খ) ঋতু পরিবর্তনের ফলে গ) আহ্নিক
গতির ফলে ঘ) বৃষ্টি পাতের ফলে
(৩২)একটি গ্লোব ও মোমবাতি পাশাপাশি রাখলে গ্লোবটির যে
পাশে মোমের আলো পড়বে না ঐ দিকটার তখন কি
হবে?
ক) দুপুর খ) দিন গ) রাত ঘ) বিকাল
(৩৩) শুদ্ব উত্তরটি চিহ্নিত কর
ক) চাঁদ একটি
নক্ষত্র খ) চাঁদ একটি উপগ্রহ ঘ) চাঁদ একটি গ্রহ ঘ) চাঁদ একটি গ্রহাণু
(৩৪)কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক)শিক্ষা খ)
যাতায়ত গ)কৃষি ঘ) দিন ও রাতের দৈর্ঘ্য
(৩৫) প্রযুক্তির উদ্বাবনে কোনটি প্রয়োজন ?
ক) আর্থিক
সামর্থ খ) দৈহিক সামর্থ গ) বিজ্ঞানের জ্ঞান ঘ) বংশগত পরিচয়
(৩৬)ট্রাক্টর দিয়ে জমি চাষ করা, সেচের প্রচলন এগুলো কোন প্রযুক্তির উদাহরণ?
ক) চিকিৎসা প্রযুক্তি খ) শিক্ষা প্রযুক্তি গ) কৃষি প্রযুক্তি ঘ) তথ্য
প্রযুক্তি
(৩৭) প্রযুক্তি উল্লেখযোগ্য ব্যবহার কোনটি ?
ক) বন উজার খ) ভূমির পরিমান বৃদ্বি গ) জলবায়ুর পরিবর্তন
ঘ) সমস্যার সমাধান
(৩৮) তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে---
ক) বুদ্বিগত কাজ খ) কায়িক শ্রম গ) যাতায়ত ঘ) কৃষি শ্রম
(৩৯)কম্পিউটারের কয়টি অংশ?
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
(৪০)ইন্টারনেট ব্যবহার করে তুমি কি করতে পারবে?
ক)বিভিন্নকাজ খ) তথ্যের আদান প্রদান গ) বাজার করা
ঘ)খেলাধুলা
(৪১)বায়ুর চাপ খুব কমে গেলে কি হয়?
ক) ঝড় খ) বৃষ্টি গ) তাপ প্রবাহ ঘ) শৈত্য প্রবাহ
(৪২) তোমরা কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো গরম বা কখনো শীত
অনুভূতি পেলে , এর মূল কারণ হল—
ক) জলবায়ু পরিবর্তন খ) আবহাওয়া পরিবর্তন গ)দিনের
পরিবর্তন ঘ) নিয়ামকের পরিবর্তন
(৪৩)আমাদের দেশে কাল বৈশাখী ঝড় দেখা যায়---
ক)পৌষ মাসে খ) কার্তিক মাসে গ) বৈশাখ মাসে ঘ) আশ্বিন
মাসে
(৪৪)বাংলাদেশের জলবায়ু কোন ধরনের ?
ক) আদ্র খ) উষ্ণ
গ) উষ্ণ ও আদ্র ঘ) শুষ্ক
(৪৫)গ্রীন হাউজ গ্যাস কোন কোনটি?
ক)কার্বন ডাই-অক্সাইড
খ) অক্সিজেন গ) নাইট্রজেন ঘ) হাইড্রোজেন
(৪৬) বৈশ্বিক উষ্ণায়নের কারণ হল?
ক) অক্সিজেন বেড়ে যাওয়া খ) কার্বন ডাই-অক্সাইডের পরিমান
বৃদ্বি গ)জলীয় বাস্পের পরিমাণ বৃদ্বি ঘ)গ্রিন হাউজ প্রভাব
(৪৭)কোনটি অনবায়নযোগ্য
প্রাকৃতিক সম্পদ?
ক) বায়ু খ) কাঠ গ) তেল ঘ) পানি
(৪৮)একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মোউলিক
চাহিদা হচ্ছে?
ক)মাতৃদুগ্ধ খ) পোশাক গ) চিকিৎসা ঘ) বাসথান
(৪৯)১৯৪১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল?
ক) ৪ কোটি ২০
লক্ষ খ) ৫ কোটি ২০ লক্ষ গ) ৪ কোটি ২১ লক্ষ ঘ) ৫ কোটি ২১ লক্ষ
(৫০)আত্মকর্মসংস্থান
বলতে কী বুঝ?
ক)সরকারি চাকুরি খ)নিজের উদ্দ্যোগে অর্থ উপার্জন গ)
শিল্প-কারখানায় চাকরি ঘ) বেসরকারি চাকরি
২।
নিচের প্রশ্ন গুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ ১x১৫ =১৫
ক)আর্সেনিক দূষনের কারণ কী?
খ)কোথায় কোথায় বায়ু আছে?
গ)পাঁচ রকম শক্তির নাম লিখ।
ঘ)জাঙ্ক ফুড বলতে কী বুঝ?
ঙ) সোয়াইনফ্লুর দুটি লক্ষণ
লিখ ?
চ) সংক্রামক রোগ প্রতিরোধের
দুটি উপায় লিখ ।
ছ) ডেঙ্গু প্রতিরোধে তুমি কী
কী করবে?
জ) নক্ষত্র কাকে বলে ?
ঝ)দিন ও রাত কেন হয়?
ঞ )আধুনিক প্রযুক্তির তিনটি
উদাহরণ দাও।
ট) কৃষি প্রযুক্তির তিনটি যুগ
কী কী ?
ঠ)ইন্টার নেটের দুটি ব্যবহার
লিখ।
ড)গ্রীন হাউজ গ্যাস গুলো কী
কী ?
ঢ)আবহাওয়া পরিবর্তনের
নিয়ামকগুলো কী কী?
ন)সোলার প্যানেল কী?
৪।ক ,
খ ও গ ,ঘ নং প্রশ্নসহ যে কোন সাতটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x৭=৩৫
ক)বিভিন্নভাবে মাটি ও পানি দূষিত হচ্ছে। এর
জন্য দায়ী কে? তোমার এলাকায় মাটি ও পানি দূষণ রোধে তুমি কি ভূমিকা পালন করবে লিখ।
খ)বার্গার,পটেটো, চিপস, চকলেট, কোমল পানীয়
এগুলো কি সাধারণ খাদ্যের সাথে তুলনীয়? এসব খাদ্য খেলে স্বাস্থের কি ক্ষতি হতে পারে
লিখ।
গ)ডেঙ্গু
জ্বর যাতে না ছড়ায় সেজন্য তুমি তোমার বাড়ীতে কি কি পদক্ষেপ গ্রহন করবে লিখ।
ঘ )
পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ দাও।
ঙ) চিত্রসহ পানি চক্র ব্যাখ্যা দাও।
চ)বায়ুপ্রবাহ
কে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি?
ছ) পদার্থের তিন দশার বৈশিষ্ট বর্ণণা কর।
জ) তথ্য প্রযুক্তি বলতে কী বুঝ? আমাদের জীবনে
তথ্য প্রযুক্তির প্রভাব কী?
ঝ) গ্রিনহাউজ কেন গরম থাকে? ব্যাখ্যা কর।
ঞ)
প্রাকৃতিক পরিবেশের উপর অধিক
জনসংখ্যার প্রভাবগুলো লেখ।

শর্বানী দত্ত
সহকারি শিক্ষক
লামাতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাহুবল, হবিগঞ্জ।
No comments:
Post a Comment