আপনার কম্পিউটার কে নিরাপদ ও ভাল রাখার
জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।১. নিয়মিত Disk Cleanup,Disk Defragmenter ও Scandisk করতে হবে।
২. Antivirus রাখতে হবে। এবং কোন CD Disk ধোকানোর পর তা দেখার পুর্বে অবশ্যই তা Virus Scan করে নিতে হবে।
৩. অপ্রয়োজনীয় সফটওয়্যার Unistall করে দিবেন।
৪. Start>Run এগিয়ে %temp% লিখে OK করতে হবে। এখানে যা ফাইল দেখাবে তা অস্থায়ী ফাইল তাই এগুলো কেটে দিতে হবে।
৫. যে কোন ওয়েব সাইট এ ঢুকার আগে তা সম্পর্কে জেনে নিন এ তে কোন ক্ষতি কর কিছু আছে কি না। এ জন্য আপনি Internet এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন। এতে Information Bar দেখালে সেই সাইট এ ঢুকা ভাল নয়।
তবে ভাইরাসের কারনেই কম্পিউটার ধীর হয়ে যায়। এজন্য আপনাকে অবশ্যই একটি Anti Virus PCতে রাখতে হবে এবং নিয়মত Update করতে হবে।
No comments:
Post a Comment