Friday, October 02, 2015

"আপনার কম্পিউটার কে গতিশীল করুন" -মো রাছেল রানা।



আপনার কম্পিউটার কে নিরাপদ ও ভাল রাখার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।
. নিয়মিত Disk Cleanup,Disk Defragmenter Scandisk করতে হবে।
. Antivirus রাখতে হবে। এবং কোন CD Disk ধোকানোর পর তা দেখার পুর্বে অবশ্যই তা Virus Scan করে নিতে হবে।
. অপ্রয়োজনীয় সফটওয়্যার Unistall করে দিবেন।
. Start>Run এগিয়ে %temp% লিখে OK করতে হবে। এখানে যা ফাইল দেখাবে তা অস্থায়ী ফাইল তাই এগুলো কেটে দিতে হবে।
. যে কোন ওয়েব সাইট এ ঢুকার আগে তা সম্পর্কে জেনে নিন এ তে কোন ক্ষতি কর কিছু আছে কি না। এ জন্য আপনি Internet এক্সপ্লোরার ব্যবহার করতে পারেন। এতে Information Bar দেখালে সেই সাইট এ ঢুকা ভাল নয়।

তবে ভাইরাসের কারনেই কম্পিউটার ধীর হয়ে যায়। এজন্য আপনাকে অবশ্যই একটি Anti Virus PCতে রাখতে হবে এবং  নিয়মত Update করতে হবে।

No comments:

Post a Comment