মডেল টেস্ট
ফুলকুঁড়ি
প্রাথমিক
শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫
বিষয়-বাংলা
সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের
পূর্ণমান জ্ঞাপক]
|
|
নিচের অনুচ্ছেদটি
পড়ে ১,২, ৩ ও ৪ নং ক্রমিকের প্রশ্নের উত্তরগুলো লেখঃ ১ X ৫ =৫
ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধ
শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা
মংলা বন্দর দখল করে নিয়েছে। পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা। খুলনার দিকে ধেয়ে আসছে
তারা। ভৈরব নদী বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আস্তেই একটা বোমারু
বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে
নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে
মৃত্যু হলো তাঁর। নদীতীরে তখন রাজাকার আলবদররা অবস্থান করছিল। তারাই তাঁকে
নির্মমভাবে হত্যা করে। তিনি শহিদ হন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত
আছেন এই বীর মুক্তিযোদ্ধা।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ
১ X ৫= ৫
(i ) অনুচ্ছেদটির মুল
প্রতিপাদ্য বিষয় কী?
ক. বাংলাদেশের পরাধীনতা খ. পাকিস্তানের শোষণ
গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘ. রুহুল আমিনের মৃত্যু
(i i) মুক্তিযোদ্ধাদের
নৌ-জাহাজ কোন নদী পাড়ি দিচ্ছিল?
ক. সুরমা খ. ভৈরব
গ. তিস্তা ঘ. মেঘনা
(i ii) বিএনএস পলাশ আর পদ্মা কিসের নাম?
ক নদীর নাম
খ দলের নাম
গ নৌজাহাজের নাম ঘ মুক্তিবাহিনীর
নাম
(iv) পরাধীনতার
শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার যুদ্ধকে বলে----------------
ক মুক্তিযুদ্ধ খ
ধর্মযুদ্ধ
গ বাকযুদ্ধ ঘ
স্নায়ুযুদ্ধ
(V) রুহুল আমিন
আমাদের অসমসাহসী ---------------
ক. বীর উত্তম
খ. বীর
প্রতীক
গ. বীর বিক্রম
ঘ. বীরশ্রেষ্ঠ
২। প্রদত্ত
শব্দগুলোর অর্থ লেখঃ ১ X ৫= ৫
লক্ষ্য, ধেয়ে, শিপইয়ার্ড, নির্মম, শহিদ,
চিরনিদ্রা।
৩।
নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখ। ১+২+২=৫
ক. রুহুল আমিন কোন শহর দখল করতে
চেয়েছিলেন?
খ.রাজাকার কারা? আমাদের স্বাধীনতা
সংগ্রামে তাদের ভূমিকা কী ছিল?
গ. রুহুল আমিন কাদের হাতে, কীভাবে
শহিদ হয়েছিলেন?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নং ক্রমিকের প্রশ্নের উত্তরগুলো লেখঃ
সুস্থ
ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ ও নির্মল পরিবেশ অপরিহার্য। ভালো পরিবেশ ভালো ও সুস্থ মানুষ তৈরি করে। কিন্তু নানাবিধ কারণে পরিবেশ দূষিত হচ্ছে। বেঁচে
থাকার জন্য যে সুস্থতার প্রয়োজন,
বর্তমান সময়ে সে পরিবেশ প্রায় হারিয়ে
যেতে বসেছে। পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। আমরা সম্মুখীন হচ্ছি নানা প্রাকৃতিক
বিপর্যয়ের। আর পরিবেশের এ ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন পর্যাপ্ত বৃক্ষ। প্রাকৃতিক
ভারসাম্য রক্ষায় একটি দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু বাংলাদেশে
বর্তমানে আছে মাত্র ১৬.৪৬ শতাংশ বনভূমি। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় আমাদের
বনায়ন বৃদ্ধি করা উচিত। আর এ উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতিবছর ‘বৃক্ষরোপণ সপ্তাহ’
পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন
প্রতিবছর গাছ লাগানো এবং তা রক্ষণাবেক্ষণ করা। তাহলেই আমরা পরিবেশগত ভারসাম্য ও
প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারব।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ ১ X ৫= ৫
i.সুস্থভাবে বেঁচে থাকার জন্য কেমন পরিবেশ দরকার?
ক. আলো বাতাসপূর্ণ পরিবেশ খ. বৈরী পরিবেশ
গ. বিশুদ্ধ ও নির্মল পরিবেশ ঘ. প্রতিকূল পরিবেশ
ii. পরিবেশের ভারসাম্যহীনতার প্রধান
কারন-----------------
ক. অধিক জনসংখ্যা খ. বনভূমির স্বল্পতা
গ. কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের বৃদ্ধি ঘ. কলকারখানার
কালো ধোঁয়া
iii. একটি দেশে মোট বনভূমি থাকা
প্রয়োজন----------------
ক. ২৫ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ৩০ শতাংশ
ঘ. ৫০ শতাংশ
iv. একটি
মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে------------
ক. আগুন লাগা খ. জোয়ার
গ. ঘূর্ণিঝড় ঘ ঘ. প্রবল বর্ষণ
v. বনায়ন কী?
ক. বৃক্ষ নিধন খ. বনভূমি
সৃষ্টি
গ. বনভূমি সংরক্ষণ
ঘ. অভয়ারণ্য সৃষ্টি
৬।নিচে কয়েকটি শব্দ দেয়া হল। উপযুক্ত শব্দ ও শব্দার্থ দেওয়া হল। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান
পূরণ করঃ১
X ৫= ৫
কার্বন-ডাই-অক্সাইড, ভারসাম্য, ১৬.৪৬,
গাছ, প্রাণীসম্পদ, বিশুদ্ধ।
|
শব্দ
|
শব্দার্থ
|
|
নির্মল
|
খাঁটি, অকৃত্রিম, বিশুদ্ধ
|
|
বৃক্ষ
|
গাছ, উদ্ভিদ,
|
|
ভারসাম্য
|
ভারের
সমতা, সমপরিমান
|
|
পর্যাপ্ত
|
প্রচুর, অনেক, বেশি
|
|
দূষিত
|
দূষণ
ঘটেছে এমন, জীবাণুযুক্ত
|
|
বিপর্যয়
|
খারাপ
অবস্থা, ধ্বংসের সম্মুখীন
|
ক. বেঁচে থাকার জন্য-------পরিবেশ
দরকার।
খ. বর্তমান বিশ্ব বিভিন্ন প্রাকৃতিক
--------সম্মুখীন।
গ. আমাদের বিদ্যালয়ে----গাছপালা রয়েছে।
ঘ. বনায়নের জন্য বেশি
করে--------লাগাতে হবে।
ঙ. গাছপালা আমাদের পরিবেশের
------রক্ষা করে।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর
লেখঃ ৩ X ৫=১৫
ক. পরিবেশের
ভারসাম্যহীনতার প্রধান কারণ কী? এর ফলে কী কী ঘটছে ৩ টি বাক্যে লেখ।
খ. বাংলাদেশে বনভূমি কেন উজাড় হয়ে যাচ্ছে? তোমার উত্তরের স্বপক্ষে
পাঁচটি বাক্য লেখ।
গ. ‘বৃক্ষরোপণ সপ্তাহ’
পালনের প্রয়োজনীয়তা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
৮।
যুক্তবর্ণ বিভাজন কর ও বাক্যে প্রয়োগ করে
দেখাওঃ
২ X ৫ =১০
স্হ, ম্ম, স্ত, ক্ষ, দ্ভ।
৯। বিরামচিহ্ন
বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখঃ
৫
রাজার কষ্টের সীমা থাকেনা সুচবেঁধা শরীর
ব্যথায় টনটন করে চিনচিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে কে তাকে বাতাস করে কে তাকে দেখে
১০।
এক কথায় প্রকাশ করঃ (৫টি) ১ X ৫=৫
যা লোপ পেয়েছে, যিনি কোন শিল্পকলার চর্চা করেন, যেখানে রাজার হাতি রাখা হয়,
যে দয়া কামনা করে,
যা হবেই, নিজের জীবন উৎসর্গ করেছে
যে।
১১। নিচের
শব্দগুলোর একটি করে বিপরীত শব্দ লেখ।
স্বাধীন, কল্যাণ, সৌভাগ্য, কৃত্রিম,
জ্যেষ্ঠ।
১২। ক)
কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখঃ ৬
বিশ্বজগৎ দেখব আমি
শুনব আমি, ইঙ্গিত কোন
উঠব আমি আকাশ ফুঁড়ে
আপন হাতের মুঠোয় পুরে।
মঙ্গল হতে আসছে উড়ে
পাতাল ফেঁড়ে নামব নিচে
খ
কবিতাংশটুকু কোন কবিতার অংশ? ১
গ কবিতাটির কবির নাম কী?
১
ঘ কিশোর কীভাবে পৃথিবীটাকে হাতের মুঠোয়
পুরে নেবে?
২
১৩।
একটি শিশু ও সাংস্কৃতিক বিষয়ক সামাজিক সংগঠনের সদস্য হওয়ার জন্য নিচের ফরমটি পূরণ
করঃ ৫
(শিশু ও সাংস্কৃতিক
বিষয়ক সামাজিক সংগঠন)
মাইজদী, নোয়াখালী
তারিখঃ ------------
সদস্য নং-----------
সদস্য ফরম
( i)অংশগ্রহণকারীর নামঃ ---------------------------
(I) পিতার
নামঃ ---------------------------
(II)
মাতার নামঃ
---------------------------
(III) বর্তমান ঠিকানাঃ -----------------------
(IV)
স্কুলের
নামঃ---------------------------
(V)
শ্রেণিঃ--------- রোল
নং----------শাখাঃ----------
(VI)
অভিজ্ঞতাঃ নাচ/ গান/
নৃত্য/ আবৃত্তি/ অংকন/ বক্তৃতা/ খেলাধূলা
কর্তৃপক্ষের স্বাক্ষর
অভিভাবকের স্বাক্ষর
আবেদনকারীর স্বাক্ষর
১৪। মনে কর, তুমি শাফিন/ শ্রেয়া। তোমার বন্ধু জারিফ/ আরিশা। এ বছর তোমার
বিদ্যালয়ে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।
১৫।
২০০ শব্দের
মধ্যে নিচের যে-কোন একটি বিষয়ে রচনা লেখ। ১০
ক. আমাদের
দেশ
সংকেতঃ
ভূমিকা, অবস্থান ও আয়তন, স্বাধীনতা অর্জন, মাতৃভাষা দিবসের গুরুত্ব,
উপসংহার।
খ.
সুন্দরবনের প্রাণী
সংকেতঃ ভূমিকা, সুন্দরবনের প্রাণীসমূহ, বিলুপ্তপ্রায় প্রাণী, জাতি ও ভাষা,
প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ, শিক্ষা, উপসংহার।
গ.
শব্দদূষণ
সংকেতঃ ভূমিকা, শব্দদূষণের কারন,
শব্দদূষণের ফলাফল, প্রতিকারের উপায়, উপসংহার।
ঘ. প্রিয় বই
সংকেতঃ ভূমিকা, প্রিয় বই পরিচিতি,
বিষয়বস্তু, কেন ভালো লাগে, উপসংহার।
উত্তরমালাঃ
সৃজনশীল অংশ
৫. i.গ ii. খ iii. ক iv.গ v.খ
৬. শূন্যস্থান পূরণঃ নির্মল, বিপর্যয়ের,
প্রচুর, গাছ, ভারসাম্য।
৭. (ক).পরিবেশের ভারসাম্যহীনতার প্রধান কারণ কী ? এর ফলে কী কী ঘটছে তা তিনটি
বাক্যে লেখ। ৩ X ৫=১৫
উত্তরঃ
পরিবেশের
ভারসাম্যহীনতার ফলে যা যা ঘটছে তার প্রধান তিনটি কারণ নিচে উল্লেখ করা হলঃ
১। গ্রীন হাউস ইফেক্টের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
পাচ্ছে।
২। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ইত্যাদি
বৃদ্ধি পাচ্ছে।
৩। বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমান বেড়ে যাচ্ছে। ফলে
মানুষসহ সকল ধরনের প্রাণীর জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ছে।
খ. বাংলাদেশের বনভূমি কেন কমে যাচ্ছে? তোমার উত্তরের স্বপক্ষে পাঁচটি বাক্য লেখ।
উত্তরঃ বাংলাদেশে
বনভূমি কমে যাওয়ার নানাবিধ কারণ রয়েছে। তার মধ্যে
পাঁচটি কারণ হলঃ
১।
জনসংখ্যা
দ্রুত বৃদ্ধির ফলে নতুন নতুন আবাসস্থলের
প্রয়োজনে বৃক্ষ কেটে ফেলা হচ্ছে। ফলে বনভূমি কমে যাচ্ছে।
২। অপরিকল্পিতভাবে গাছপালা কেটে ফেলায় বনভূমি উজাড় হয়ে
যাচ্ছে।
৩। আসবাবপত্র ও জ্বালানীর কাজে গাছপালার ব্যবহারে বনভূমি
কমে যাচ্ছে।
৪। উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গনের ফলে বনভুমি উজাড় হয়ে
যাচ্ছে।
৫। বন সংরক্ষণ আইন সঠিকভাবে পালন না হওয়ায় বনভূমি কমে
যাচ্ছে।
গ. বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপনের প্রয়োজনীয়তা
সম্পর্কে পাঁচটি বাক্য লেখ?
উত্তরঃ বৃক্ষ আমাদের নানাবিধ প্রয়োজনীয় ও
গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। যেমনঃ
১।
বৃক্ষ আমাদের
জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র তৈরির সুতা, বাসগৃহ তৈরির উপকরণ, আসবাবপত্র তৈরির কাঠ, জ্বালানি ইত্যাদি দিয়ে
থাকে।
২। বৃক্ষ ভূমিক্ষয়, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি রোধ
করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
৩। বৃষ্টিপাতের মাধ্যমে
ভূমিকে উর্বর ও সরস রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম।
৪। বৃক্ষ আমাদের
গুরুত্বপূর্ণ বনজ সম্পদ।
৫।
একটি
দেশের প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে বৃক্ষ অতুলনীয় ভূমিকা পালন করে।
উপরোক্ত কারণগুলোর
প্রেক্ষিতে আমাদের দেশে ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ উদযাপনের প্রয়োজনীয়তা অপরিসীম।
মাছুমা আকতার
সহকারি
শিক্ষক
ওছখালী
আলীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাতিয়া, নোয়াখালী।
No comments:
Post a Comment