Saturday, September 19, 2015

"কোচিং বা প্রাইভেট নয় ভাল ফলাফলের জন্য বিদ্যালয়ই যথেষ্ট"- মোঃ শহিদুল ইসলাম , প্রধান শিক্ষক, এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী,কুষ্টিয়া।

কোচিং বা প্রাইভেট নয় ভাল ফলাফলের জন্য বিদ্যালয়ই যথেষ্ট।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ছাত্ররা বিদ্যালয়ে শ্রেণিকার্যক্রমে অনুপস্থিত থেকে বিভিন্ন কোচিং বা প্রাইভেটের দিকে দৌড়াচ্ছে। এতে তারা লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হচ্ছে। প্রতিদিন 6ঘন্টার 6জন শিক্ষকের ক্লাশের চেয়ে এক ঘন্টার কোচিং বা প্রাইভেট কখনই ভাল ফলাফল বয়ে আনতে পারে না। তাই ভাল ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাশের বিকল্প অন্য কিছু হতে পারে না।
পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য বছরের শুরু হতে ক্লাশে নিয়মিত উপস্থিত থেকে শিক্ষকের পরামর্শ অনুসারে লেখাপড়া চালিয়ে যেতে হবে। নিজে নোট তৈরী করে সংশ্লিষ্ট শিক্ষক দ্বারা তা পরীক্ষা করাতে হবে। স্ব-অধ্যায়নের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন গড়ে 8/10 ঘন্টা করে অধ্যায়ন করতে হবে। প্রতিটি বিষয় ভাগ করে সাপ্তাহিক সময় তালিকা তৈরী করে নিতে হবে এবং সে অনুযায়ী লেখাপড়া করতে হবে। একজন ছাত্র যদি মা-বাবা ও শিক্ষকের নির্দেশ মত চলে তবে সে অবশ্যই সফলতা লাভ করবে।
ভাল ফলাফল অর্জনে প্রত্যেকটা বিষয়ের গুরত্ব দিতে হবে । বর্তমানে প্রত্যেকটা বিদ্যালয়ে বিষয় ভিত্তিক শিক্ষক রয়েছে এবং তাঁদেরকে সরকারী ভাবে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসকল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের ক্লাশে নিয়মিত উপস্থিত থাকলে ও মনোযোগী হলে অতি অবশ্যই ভাল ফলাফল অর্জন সম্ভব।
পরিশেষে, ভাল ফলাফল অর্জনে ছাত্র, শিক্ষক ও অভিভাবক এই তিনের সমন্বয় হতে হবে। প্রাইভেট বা কোচিং কখনই বিদ্যালয় বা ক্লাশের বিকল্প হতে পারে না।

No comments:

Post a Comment